হৃদয়

 হৃদয়

ডাঃ এম এইচ মোহন
=============
যেই চাঁদের আলোয়ে-আলোকিত তুমি,
সেই আলোয়ে-দু‘চোখে স্বপ্ন বুনি।
যেই সূর্য কিরণের জলকে ঘুম ভাঙ্গে তোমার,
সেই জলকে আমি অনুভব করি।
জানি আমি,
তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো মোর হৃদয় জুড়ে।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পেয়ারা উপকারিতা ও পুষ্টিগুণ

মিসক্যারেজ বা অকাল গর্ভপাত কী?

জরায়ু ক্যান্সার কী, এর কারন,লক্ষন ও প্রতিকার কী ? ডাঃ এম এইচ মোহন