জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) এর হোমিওপ্যাথিক চিকিৎসা
জরায়ুতে জীবাণুর সংক্রমণ (পি আই ডি) এর হোমিওপ্যাথিক
চিকিৎসা।
ডাঃ এম এইচ মোহন
প্রভাষক চাঁদপুর হোমিপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
************************************************
পি আই ডি (পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ) হচ্ছে জরায়ু এবং ডিম্বনালীতে জীবাণুর
সংক্রমণ। মাঝে মাঝে এটি ডিম্বাশয়কেও আক্রান্ত করতে পারে। পিআইডির একটি কমন কারণ হচ্ছে
Chlamydia and gonorrhoea নামক জীবাণুর সংক্রমণ।
এছাড়া আন্যান্য কিছু জীবাণুও এ রোগের কারণ হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে
যৌনবাহিত রোগের মাধ্যমে এ জীবাণুর সংক্রমণ হয়ে থাকে।
এছাড়াও গর্ভপাত, জরায়ুর কোনো অপারেশন, অনিরাপদ শারীরিক সম্পর্ক ইত্যাদির
মাধ্যমেও জীবাণু ভেতরে ঢুকতে পারে। কিছু লক্ষণ দেখে এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে
এ রোগে আক্রান্তদের শনাক্ত করা যায়।
এ রোগের কিছু পরিচিত লক্ষণ হলো: তলপেটে ব্যথা, জ্বর এবং এবনরমাল স্রাব,
অনিয়মিত পিরিয়ড, এসময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং পেটে ব্যথা, সহবাসে ব্যথা অনুভূত হওয়া।
এই লক্ষণগুলোর তীব্রতা কম বা বেশি হতে পারে। এমনকি অনেক সময় কোনো ধরনের
লক্ষণ প্রকাশ ছাড়াও আপনি এ রোগে আক্রান্ত হতে পারেন। কারণ এ রোগের জীবাণুগুলো অনেক
সময় কোনো ধরনের লক্ষণ প্রকাশ ছাড়াই জরায়ুর মুখে সুপ্ত অবস্থায় থাকতে পারে।
এ রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষার দরকার হয়। জরায়ুর মুখ বা মুত্রনালী
থেকে ডিসচার্জ নিয়ে পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি নির্ণয় করা যেতে পারে। এছাড়া সংক্রমণের
লক্ষণ বোঝার জন্য রক্ত, ইউরিন পরীক্ষা ও পেটের আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিছু কিছু ক্ষেত্রে
ল্যাপারস্কপি পরীক্ষার মাধ্যমেও এ রোগের উপস্থিতি নিশ্চিত করা হয় এবং একই সময় চিকিৎসাও
সম্ভব।
Ø
হোমিওপ্যাথিক চিকিৎসাঃ
Homeopathic Medicines for Pelvic Inflammatory Disease (PID)
·
Sepia Succus – Natural Medicine for PID with Pain in Lower Abdomen/ Pelvic Area
Sepia Succus is an excellent homeopathic medicine for treating PID
with marked pain in lower abdomen or pelvic area. Along with pelvic pain, a
prominent bearing down sensation in the pelvis assist. In some cases needing
Sepia Succus, burning or griping in the uterus is present. Vaginal discharge of
yellowish or greenish may also arise that may be offensive.
·
Merc Sol – Effective Homeopathic Medicine for PID with Vaginal Discharge
Merc Sol is a natural medicine for PID with excessive vaginal
discharge. The symptoms that indicate the need for Merc Sol include acrid,
excoriating, and itchy discharges that cause a burning sensation in the vagina.
The discharges may be purulent, yellow or green. The discharges tend to get
worse upon urination.
In some cases, a stitching uterine pain may be present.
Additionally, there may be a stinging ovarian pain.
·
Phosphorus – Natural Remedy for PID with Bleeding from Uterus between Periods
Phosphorus is a beneficial homeopathic medicine for treating PID
cases where there is bleeding from the uterus between periods. The uterine
bleeding tends to be profuse. Weakness usually follows the menstrual bleeding.
Other symptoms include ovarian pain (specifically left-sided). The ovarian pain
is felt the most during menses. Leucorrhoea of white or watery mucus may be
present. A weak sensation in the abdomen may be present along with leucorrhoea.
·
Sabina Officinalis – Effective Homeopathic Treatment for PID with
Heavy Periods
Sabina Officinalis is a well-indicated homeopathic medicine for
pelvic inflammatory disease with heavy periods. The periods are profuse and
gushing in nature. The bleeding is bright red colored with dark clots in it.
The blood may have an offensive odor. Motion tends to worsen the blood flow.
Pain in the sacral back extending to pubes is a primary accompanying symptom.
This remedy is also recommended for inflammation of uterus and ovaries that may
occur following childbirth or an abortion.
·
Medorrhinum – Natural Homeopathic Medicine for PID with Painful Periods
Medorrhinum is a significant homeopathic medicine for PID where the
woman experiences intensely painful periods. There is an excruciating pain the
pelvic area along with ovarian pains that get better with pressure. The
menstrual bleeding is copious, dark and offensive. Vaginal discharge of acrid
nature and a fish-like odor is also present in some cases.
·
Kreosotum – Natural Treatment for Pelvic Inflammatory Disease with Pain
during Intercourse
Kreosotum is a natural medicine PID when there is pain during intercourse
(dyspareunia). Burning in the genitalia is felt along with pain. Kreosotum is
also useful in cases of pelvic inflammatory disease where there is bleeding
after intercourse. Along with the above symptoms, there may be offensive,
itching, corrosive leucorrhoea. The leucorrhoea worsens in between menses and
often leaves a yellow stain on clothes.
DR. M H MOHAN
Lecturer Chandpur Homoeopathic Medical College
& Hospital.
PH. 01720-382646
হোমিওপ্যাথ কনসালটেন্ট
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বারঃ
মায়া হোমিও হল
মেহের কালিবাড়ী,
থানা রোড সংলগ্ন,
নূরপ্লাজা,
শাহরাস্তি,চাঁদপুর।
মোবাইলঃ 01720-382646
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন