বিনা অপারেশনে টনসিলের হোমিও চিকিৎসা
বিনা অপারেশনে টনসিলের হোমিও চিকিৎসা
=============================
হোমিওপ্যাথ কনসালটেন্ট
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
গলায় একটু বেশি ব্যথা হলেই আমরা বলে দেই, তোমার তো টনসিল হয়েছে। তো এই টনসিলটা কী? টনসিল হলো আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটা অংশ এবং আমাদের মুখের ভেতরেই চারটি গ্রুপে তারা অবস্থান করে।
এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও অ্যাডেনয়েড। এই টনসিলগুলোর কোনো একটির প্রদাহ হলেই তাকে বলে টনসিলাইটিস।
টনসিল একটি ভাইরাস জড়িত রোগ। টনসিল আক্রান্ত শিশুর শ্বাস-প্রশ্বাসের প্রতিবন্ধকতা তৈরি করে দীর্ঘদিন ধরে এটা চলতে থাকলে তাদের শ্বাস ও হৃদযন্ত্রের বিভিন্ন রোগ হতে পারে। টনসিল ও এডিনয়েড শিশুদের চার থেকে ১০ বছর বয়সের মধ্যে খুব সক্রিয় থাকে।
শীত আসলেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কমে যায়। যে কারণে অন্যান্য সময় থেকে রোগ জীবাণু বেশি আক্রান্ত হয়। বিশেষ করে শিশুরা শীতকালীর রোগে আক্রান্ত হয়।
সাধারণত বয়ঃসন্ধিক্ষণ বা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরবর্তী সময়ে বিলীন হয়ে যায়। সাধারণত টনসিল ও এডিনয়েডের প্রদাহ ছাড়াও টনসিলের অস্বাভাবিক বৃদ্ধির জন্য নানা জটিল রোগে ভুগে থাকে।
রোগের লক্ষণ:
১। তীব্র গলাব্যথা।
২। মাথাব্যথা, উচ্চ তাপমাত্রা।
৩। খাবার খেতে কষ্ট ও মুখ হাঁ করতে অসুবিধা হয়।
৪। কানে ব্যথা হতে পারে।
৫। মুখ দিয়ে লালা বের হয় ও কণ্ঠস্বর ভারী হয়ে যেতে পারে।
৬। মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে।
৭। স্বরভঙ্গ, গলায় ঘাসহ টনসিল স্ফীতি, ঢোঁক গিলতে কষ্ট হয়, গলা ফুলে যাওয়া।কারণ: পুষ্টির অভাব, আইসক্রিম, ফ্রিজে রাখা শীতল পানি বেশি পান করা টনসিলের জন্য ক্ষতির কারণ হতে পারে। স্যাঁতসেঁতে স্থানে বাস করলে, আবহাওয়ার পরিবর্তনে শীতের প্রকোপ বেশি হলে, রোদ থেকে এসে ফ্রিজের ঠান্ডা পানি পান করলে, গরমে ঘাম বসে গেলে টনসিলের প্রদাহ বেড়ে যেতে পারে।
ঘরোয়া পদ্ধতিতেঃ
১। গলা ব্যথা দূর করতে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো হালকা গরম পানি দিয়ে কুলিকুচি করা। এটি টনসিলে সংক্রমণ রোধ করে ব্যথা কমাতে খুবই কার্যকরী। শুধু তাই নয়, বারবার গরম পানি দিয়ে কুলকুচি করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও দূর হয়।
২। গ্রিন টিয়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে গলা ব্যথায় আরাম পাবেন। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সব রকম ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে।ভালো ফল পেতে দিনে ৩ থেকে ৪ কাপ এই মধু-চা পান করুন।
৩। এক কাপ গরম দুধে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিন। হলুদে থাকা অ্যান্টি ইনফ্লামেন্টরী, অ্যান্টিব্যায়টিক এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান গলা ব্যথা কমিয়ে টনসিলের সংক্রমণ দূর করতে সাহায্য করে।
৪। দেড় কাপ পানিতে এক চামচ আদা কুচি দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর এতে মধু মিশিয়ে পান করুন।আদায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেন্টরী উপাদান সংক্রমণ ছড়াতে বাঁধা দেয়।সেই সঙ্গে গলা ব্যথা কমাতেও এটি খুবই কার্যকরী। দিনে দুই থেকে তিনবার এই মিশ্রণ পান করলে গলা ব্যথা অনেকটাই কমে যাবে।
৫। ২০০ মিলিগ্রাম গরম পানিতে লেবুর রস, এক চা চামচ মধু, আধা চা চামচ লবণ ভাল করে মিশিয়ে নিন। যতদিন গলা ব্যথা ভাল না হয় তত দিন পর্যন্ত এটি ব্যবহার করুন। টনসিলের সম্যসা দূর করার জন্য এটি বেশ কার্যকরী।
৬। মেথি টনসিলের ব্যথা রোধ বেশ উপকারী। এক লিটার পানিতে তিন চা চামচ মেথি দিয়ে জ্বাল দিন। এটি ৩০ থেকে ৩৫ মিনিট জ্বাল দিতে থাকুন। কুসুম গরম থাকা অবস্থায় এটি দিয়ে কুলকুচি করুন। মেথি গলা ফুলা এবং ব্যথা কমিয়ে দেবে।
৭। সাধারণত রোগের প্রাথমিক পর্যায়ে ঠাণ্ডা পানি ও ঠাণ্ডা খাবার পরিহার করতে হবে। সাধারণত গোসলের সময় পানি হালকা গরম পানি করে নিতে হবে। সঠিকভাবে দাঁত ও মুখের সঠিক পরিচর্যা করতে হবে। রোগের প্রাথমিক পর্যায়ে ঠাণ্ডা খাওয়া পরিহার করতে হবে। সুস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের চেষ্টা করতে হবে। সঠিকভাবে শরীরচর্চা করতে হবে। ৭ দিনের বেশি সময় হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিতে হবে।
৮। দীর্ঘস্থায়ী প্রদাহ ও প্রতিবন্ধকতা জনিত সমস্যায়-টনসিল ও এডিনয়েড অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া ভালো।
চিকিৎসা:
Belladonna – belladonna is the most common and hugely prescribed homeopathy medicines in tonsillitis. Belladonna has the best anti inflammatory action and thus helps a lot to relief the symptoms both in acute and chronic condition. The key symptoms by which belladonna is prescribes are – pain in throat at the time of wallowing, red congested and swelling of tonsils, mild to moderate fever associates with tonsillitis, headache and malaise also present. The tonsils are been affected by taking any cold things like chilled drink or ice cream or cold drink or exposing to cold air etc. The throat pain is slightly relieved after taking any sort of warm drink. If all those symptoms are prominently found in a tonsillitis patient then belladonna is the suitable medicine for that person.
Mercurius Solubis- Here is another best medicine for tonsillitis. The key symptoms to prescribe tonsillitis are – pain in throat, congestion of tonsils and unable to drink or eat anything. There is more salivation from mouth. The pain is worse in the night time in compare to day time. There is swelling of tonsils and also swelling of other lymph nodes in neck and sub mandibular regions. There is mild to moderate fever and the person feels thirsty though there is more salivation. If the above symptoms are prominent in any tonsillitis patient this medicine is most suitable medicine for that person
Phytolacca- it is also one of the important medicine in tonsillitis. The tonsils are dark red or bluish red in colour. There is much pain at the root of tongue, soft palate. The tonsils are swollen. There is a sensation of a lump in throat. While taking any food the throat feels rough, narrow, and hot. The Tonsils are swollen, especially of right side. There is a sharp shooting pain into ears on swallowing anything. There is much pain when swallow anything hot. The pain of phytolacca is burning type of pain. The person cannot swallow anything even water.
Hepar Sulphur- Hepar Sulphur is one of the best Homeopathic medicines for tonsillitis. The tendency to suppuration is most marked, and has been a strong guiding symptom in tonsillitis. When swallowing, sensations as if a plug and of a splinter like sensation in throat. There is quinsy with suppuration of tonsils. When swallowing there is stitching type of pain in throat extending to the ear. There is mild to moderate fever and chilliness is feeling during the tonsillitis affection. The person is very chill and cannot tolerate any cold air or cold water.
Calcarea Carb – It is a medicine for chronic tonsillitis problem. The person is bulky, obese, gaining weight easily. He is though fatty but very weak in stamina. Exhausted or tired on slightest physical activity. He/she sweats a lot on slightest physical exertion. He is very susceptible to catch cold. the tonsils are large, swelled and get acutely affected on slightest exposure to cold. The throat appearance itself is not always sufficient to prescribe on, but the complaints in the throat are those that come on in persons taking cold so frequently. On every cold he will have cough, tonsil affection, appetite lost. The calcarea carb child is very lazy and lethargic in nature. he takes cold from every, draft, from very exposure, and from damp weather. There are little red patches in the throat, this extends to the roof of the mouth, a sore tongue, and a constant dry, choking feeling in the pharynx, covering the tonsils. The throat is very painful on swallowing.
Baryta Carb – it is one of the 1st grade medicine for chronic tonsillitis. The tonsils are inflamed, swelled and very painful in acute condition. After the acute attack passed on the tonsils looks larger than with the last cold. The child is weak, not fatty like calcarea carb. Physically and also mentally he is week. He/she has a tendency to catch cold very easily. But the most important symptom is whenever he catch cold first it attack to the tonsil or throat. So it is written in allens materia medica that every cold settles in the throat. The person sweats more from the feet. Every cold change inflames the tonsils, and in children they very soon enlarge. Children with enlarged tonsils, and with enlarged glands in other places, somewhat weak intellectually, slow to learn. The throat is very painful on swallowing. On every cold change of the weather, and on every exposure to the cold, he gets rattling respiration.
জরুরী প্রয়োজনেঃ
01720-382646
হোমিওপ্যাথ কনসালটেন্ট
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বারঃ
মায়া হোমিও হল
মেহের কালিবাড়ী,
থানা রোড সংলগ্ন,
নূরপ্লাজা,
শাহরাস্তি,চাঁদপুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন