গ্যাংগ্রিন কি জানেন তো!
ডাঃ এম এইচ মোহন
লেকচারার,চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ।
গ্যাংগ্রিন অর্থ শরীরের কোনো অংশের পচনশীল ঘা বা ক্ষত ।
কারণ
রক্ত আমাদের দেহের প্রতিটি অংশ বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে৷ শরীরে কোনো অংশে রক্ত সরবরাহ কমে গেলে বা সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আক্রান্ত স্থানের কোষ বা কলাগুলোর মৃতু্য ঘটে৷ আঘাতজনিত কারণে দেহের কোনো অংশের রক্তনালী ছিড়ে গেলে ঐ অংশে পচনশীল ক্ষতের সৃষ্টি হতে পারে৷ আবার কিছু কিছু রোগ, যেমন- ডায়ডবেটিস, বার্জার রোগ ইত্যাদিতে দেহের বিভিন্ন অংশে বিশেষ করে হাত পায়ে পচনশীল ক্ষতের সৃষ্টি হতে পারে৷ ভীর কোনো ক্ষত ময়লা মাটি, রোগজীবাণু ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে গ্যাস গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা থাকে৷
পচনশীল ক্ষতের ধরন
পচনশীল ক্ষতকে ৩ ভাগে ভাগ করা যায় ৷
১. শুকনো গ্যাংগ্রিন
২. ভেজা গ্যাংগ্রিন
৩. গ্যাস গ্যাংগ্রিন
১. শুকনো গ্যাংগ্রিন
১. শুকনো গ্যাংগ্রিন
২. ভেজা গ্যাংগ্রিন
৩. গ্যাস গ্যাংগ্রিন
১. শুকনো গ্যাংগ্রিন
· আক্রান্ত চামড়া শুকনো এবং কালো থাকে৷
· সাধারণত ইনফেকশন থাকে না৷
· খুব বেশি দুর্গন্ধ থাকে না৷
· রোগের বিস্তার হয় ধীরে ধীরে ৷
· ডায়বেটিস রোগীদের বেলায় বেশি দেখা যায়৷
২.ভেজা গ্যাংগ্রিন
* সূচনাতে আক্রান্ত স্থানের চামড়া লালচে এবং উষ্ঞ থাকে পরে তা ঠাণ্ডা এবং নীলাভ হয়ে যায়
* আক্রান্ত চামড়া ভিজে স্যঁাতস্যঁাতে থাকে৷
* ক্ষতস্থান থেকে বুঁদবুদ বের হতে পারে
* সাধারণত ইনফেকশন থাকে৷
* ক্ষতস্থান থেকে দুর্গন্ধ বের হবে
* রোগের বিস্তার হয় দ্রুত৷
৩. গ্যাস গ্যাংগ্রিন
* আক্রান্ত্ত স্থানের চামড়া লালচে এবং উষ্ঞ থাকে৷ চাপ দিলে ভেতর থেকে গরগরে অনুভুতি হয়৷
* ক্ষতস্থানে ইনফেকশন থাকে৷
* দুর্গন্ধ বের হয়৷
* সাধারণত যুদ্ধের সময় যে সকল বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান কাদামাটি দিয়ে অপরিষ্কার হয়ে পড়ে তখন ক্ষতস্থান জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গ্যাস গ্যাংগ্রিন হয়৷
* দ্রুত ব্যবস্থা না নিলে রোগীর মৃতু্য হতে পারে৷
চিকিৎসা
একজন ভাল হোমিও রেজিঃ চিকিৎসকের পরামর্শ নিন।
কিছু হোওিম ঔষধ
Arsenic album – Dry gangrene in old people, soreness and burning relieved by warmth, restlessness. It is often indicated in gangrene of the lungs. Secale is aggravated by warmth, thus differing from Arsenicum. Arsenicum has a foetid diarrhea, great weakness, emaciation, and coldness and heat alternately.
Bromium – hospital gangrene; cancerous ulcers on face; stony hard swelling of glands of lower jaw and throat
Carbo veg – senile and humid gangrene in the persons who are cachectic in appearance; great exhaustion of vital powers; marked prostration; foul smell of secretions; indolent ulcers, burning pain; tendency to gangrene of the margins; varicose ulcers.
Bothorps – homeopathic medicine for gangrene has swollen, livid, cold with hemorrhagic infiltration; malignant erysipelas.
Echinacea – homeopathic medicine for gangrene enlarged lymphatics; old tibial ulcers; gangrene; recurrent boils; carbuncles.
Lachesis – gangrenous ulcers; gangrene after injury; bluish or black looking blisters; vesicles appearing here and there, violent itching and burning; swelling and inflammation of the parts; itching pain and painful spots appearing after rubbing.
Crotolus H –gangrene, skin separated from muscles by a foetid fluid; traumatic gangrene; old scars open again.
Secale cor – pustules on the arms and legs, with tendency to gangrene; in cachectic, scrawny females with rough skin; skin shriveled, numb; mottled dusky-blue tinge; blue color of skin; dry gangrene, developing slowly; varicose ulcers; boils, small, painful with green contents; skin feels too cold to touch yet covering is not tolerated. Great aversion to heat; formication under skin.
Antrhacinum – gangrene; cellular tissues swollen and oedematous; gangrenous Parotitis; septicemia; ulceration, and sloughing and intolerable burning.
Cantharis – tendency to gangrene; vesicular eruptions; burns, scalds, with burning and itching; erysipelas, vesicular type, with marked restlessness.
Mercurius – gangrene of the lips, cheeks and gums; inflammation and swelling of the glands of neck; pains aggravated by hot or cold applications.
Sulphuric acid – traumatic gangrene; hemorrhages from wounds; dark pustules; blue spots like suggillations; bedsores.
Phosphoric acid – medicine for senile gangrene.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন