স্ত্রীলোকের কামোন্মাদ (NYMPHOMANIA)
স্ত্রীলোকের
কামোন্মাদ (NYMPHOMANIA)
ডাঃ
এম এইচ মোহন ………
নিমফোম্যানিয়া
পরিলক্ষিত হচ্ছে মেয়েদের মধ্যে এক ধরনের অপ্রতিরোধ্য
যৌনকাংখা যা সহজে তৃপ্ত হবার নয় । যৌন মিলনের জন্য অধিক আগ্রহ প্রকাশ করে । এটি বিশেষভাবে
ঐ সব মেয়েদের মধ্যেই বেশী দেখা যায়, যাদের সহজেই ঘাবড়িয়ে যাবার স্বভাব এবং যারা খুব
স্বচ্ছ কল্পনাবিলাসী । তাদের এই আকাংখা জাগে অশ্লীল ভাষা কিংবা হস্তমৈথুনের দ্বারা
।
প্রথম
পর্যায়ে সংশ্লিষ্ট স্ত্রীলোক তার নম্র স্বভাব ও প্রচন্ড ইচ্ছার মধ্যকার একটা সংঘাতের
শিকার হয় । পরবর্তী পর্যায়ে সে তার দ্বিতীয় অবস্থার কাছেই নিজেকে সর্মপণ করে এবং তার
যৌনাকাংখাকে দমন করার কোন রকম চেষ্টাই সে করে না । সর্বশেষ অবস্থায় সে তার নোংরামির
বিরক্তিকর সীমায় উপনীত হয় এবং তার মানসিক বিচ্ছিন্নতাবোধ সম্পূর্ণ হয় ।
সৌভাগ্যক্রমে,
হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহন করলে কোন মেয়েকেই
এই সর্বশেষ অবস্থায় পৌঁছতে হয় না ।
ডাঃ
এম এইচ মোহন
প্রতিষ্ঠাতার
সহ-সদস্য ও লেকচারার, চাঁদপুর হোমিপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ।
জরুরী
প্রয়োজনেঃ- ০১৭২০-৩৮২৬৪৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন